শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারিকরণের অভিযোগে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে চলল বিক্ষোভ। উল্লেখ্য, জমি বাঁচাও কমিটির পক্ষ থেকে আন্দোলন চলছে বহুদিন। তারই মাঝে এক বিশেষ কর্মসূচি উপলক্ষে উত্তরবঙ্গে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার যখন তিনি উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন, সেই সময় বিশ্ববিদ্যালয় বাঁচাও কমিটির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির জন্য মাইক লাগানোর কাজ চলছিল। হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছাত্র তাঁদের উপর চড়াও হয়। এই ঘটনায় আহত হন অভিজিৎ সান্যাল নামে এক ছাত্র।
আহত ছাত্র বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মাইক বাঁধার কাজ চলছিল। কিন্তু আমাদের অনুমতি দেননি উপাচার্য। সেই সময় নিরাপত্তা রক্ষীরা নির্দেশের কপি চাইলে বচসা বাধে। ঠিক সেই সময় তৃনমূল ছাত্র পরিষদের নেতা মিঠুন বৈশ্য সেখানে উপস্থিত হয়ে মুখে বুকে লাথি চালাতে থাকেন। যদিও মিঠুন বৈশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিশ্ববিদ্যালয় বাঁচাও মঞ্চের তরফ থেকে ছাত্র ছাত্রী ও অধ্যাপকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও ব্রাত্য বসু ঘটনাটিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন।
previous post
