November 2, 2025
দেশ

জমি নিয়ে বিবাদের জেরে নিহত ১

মালদা: জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে চাচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে। মৃতের নাম সাদ্দাম হোসেন। আহত আরো দুজন। জানা গেছে প্রতিদিনের মতন সাদ্দাম এই দিন গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালিপারা এলাকায় নিজের জমিতে চাষ করতে গেছিল। এই জমিটি দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি। সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধালালো অস্ত্র দিয়ে কোপানো হয়।সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হন মকবুল হোসেন ও উসমান আলী। এরপর তড়িঘড়ি তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাদ্দাম হোসেনের। বাকি দুইজনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশংকা জনক অবস্থায় দুজন চিকিৎসাধীন বলে জানা যায়। ঘটনার তদন্ত নেমেছে চাঁচল থানার পুলিশ।

Related posts

Leave a Comment