দেশমৃত বাংলার ৩ শ্রমিক ,ছত্তিশগড়ের লোহার খনিতে by aparnapalsenFebruary 28, 2024February 28, 20240203 Share0 গতকাল , ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় একটি লৌহ আকরিকের খনিতে ভয়াবহ ধস নামে। এই সময় খনিতে ৪ শ্রমিক কর্মে নিযুক্ত থাকায় তাদের ৪ জনের প্রাণ যায়। মঙ্গলবার, ঘটনাটি ঘটে বিকেল ৩টে নাগাদ কিরনদুল থানা এলাকায়। জানা গিয়েছে তাদের মধ্যে ৩জন বাংলার বাসিন্দা।