ফসল বাঁচাতে গিয়ে হাতির আক্রমণে জখম হলেন ৩ চাষী। ঘটনাটি ঘটেছে, গতকাল, রাতে ,বাঁকুড়ার বিষ্ণুপুরের বাগডোবা এলাকায়। জানা গিয়েছে, গতকাল রাতে একদল হাতি এলাকায় ঢুকে আসে। স্থানীয় চাষীরা আলুর জমি বাঁচাতে গেলে কয়েকটি হাতি তাঁদের আক্রমণ করে। জখমদের বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
previous post