31 C
Kolkata
October 31, 2025
কলকাতা

পুলিশের দাবি: বোমা মারার ছক চাকরিহারা শিক্ষকনেতার

প্রকাশ্যে এল ফোনালাপের অডিয়ো, অভিযোগ উড়িয়ে দিলেন আন্দোলনকারীরা
বিধাননগর পুলিশের দাবি, এসএসসি ভবন অভিযানে পুলিশের উপর হামলার পরিকল্পনা করেছিল চাকরিহারা শিক্ষক সংগঠনের একাংশ। এমনকি বোমা ছোড়া ও আগুন লাগানোর ছকও কষা হয়েছিল। প্রমাণ হিসাবে রবিবার পুলিশের তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছ’মিনিটের একটি ফোনালাপের অডিয়ো রেকর্ডিং।

ডিসি বিধাননগর অনীশ সরকার জানান, ফোনালাপের অডিয়োতে হিংসাত্মক পরিকল্পনার প্রমাণ মিলেছে। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ফোনালাপের এক পক্ষকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, অভিযোগ খারিজ করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের নেতা সুমন বিশ্বাস। তাঁর দাবি, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু সরকার ইচ্ছে করে ‘ষড়যন্ত্রের’ মাধ্যমে আন্দোলনটিকে নষ্ট করার চেষ্টা করছে। সুমনের কথায়, “আমাদের আন্দোলন হিংসার পথে যায়নি, যাবেও না। সরকারের লোকেরা পরিকল্পিত ভাবে মিথ্যে প্রচার করছে।”

Related posts

Leave a Comment