মুম্বইয়ের এক মহিলার পছন্দের পাত্র কেমন? যার বয়স ৩০ এর কোটায়। মাস মাইনে ৩০ হাজার টাকার সামান্য বেশি। এমন এক পাত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন, যার আয় নিদেনপক্ষে হতে হবে বছরে ১ কোটি টাকা। শুধু তাই নয়, থাকতে হবে নিজের বাড়ি। প্রতিষ্ঠিত ব্যবসা বা চাকরি। আর্থিক সঙ্গতিতে বটেই, শিক্ষিত পরিবার হওয়াও বাঞ্ছনীয়। এছাড়াও পাত্র পেশায় কোনও সার্জন বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বিজ্ঞাপন ভাইরাল হয়ে গিয়েছে।
previous post