দেশদিল্লিতে স্কুলেই শিশুর শ্লীলতাহানি, আটক পিয়ন by aparnapalsenMay 11, 2023May 12, 20230140 Share0 নতুন দিল্লি: দিল্লিতে স্কুল চত্বরেই একটি চার বছরের শিশুর শ্লীলতাহানি ঘটনা ঘটল। এই ঘটনায় ওই স্কুলের পিয়নকে আটক করা হয়েছে। তার বয়স ৪৩ বছর। সে দিল্লির সুলতানপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ওই শিশুর মেডিকেল টেস্ট করেছে।