25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন ১৯১১ জন গ্রুপ ডি কর্মী

সংবাদ কলকাতা: এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেল ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। তাদেরকে আগেই স্বেচ্ছায় চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেটা করেননি। তাই এবার বিচারপতির কড়া নির্দেশ, তাদেরকে আর কোনও স্কুলে ঢুকতে দেওয়া যাবে না। ইতিমধ্যে তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও তারা এত দিন যাবৎ যে বেতন পেয়েছেন তা ফেরৎ দিতে হবে।

তিনি এদিন জানান, গত সেপ্টেম্বর মাসে যে ৬০৯ জনের চাকরি চলে গিয়েছিল কোর্টের নির্দেশে, সেই শূন্যপদ গুলিতে নতুন করে নিয়োগের ব্যবস্থা করবে এসএসসি। কোর্টের নির্দেশ ছাড়া বরখাস্ত হওয়া ব্যক্তিদের আর পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বরখাস্ত হওয়া ব্যক্তিদের প্রয়োজনে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এব্যাপারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের সাহায্য নিতে পারবে সিবিআই। কার নির্দেশে সুবীরেশ অযোগ্য প্রার্থীদের চাকরির সুপারিশ করেছিলেন তা জানতে চায় কোর্ট। এব্যাপারে সুবীরেশের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি যতদিন না এই তদন্ত শেষ হয়, ততদিন সুবীরেশ তার মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি ব্যবহার করতে পারবেন না।

Related posts

Leave a Comment