সংবাদ কলকাতার পাঠক ও গুণগ্রাহীদের কাছে একটি বিশেষ সুখবর! দিন দিন সংবাদ কলকাতার (www.sangbadkolkata.com) পাঠক ও অনুরাগীর সংখ্যা সারা বিশ্বে দ্রুত হারে বেড়েই চলেছে। গত আগস্ট মাসে আমাদের মাসিক পাঠক সংখ্যা ছিল মাত্র তিন হাজার। বর্তমানে আমাদের মাসিক পাঠক সংখ্যা ১৯ হাজার।
কিন্তু, আমাদের ব্যবসার আরও দ্রুত বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নের জন্য পর্যাপ্ত সংবাদ কর্মী ও মূলধনের প্রয়োজন। সেজন্য আমাদের সংস্থার সঙ্গে যাঁরা স্থায়ীভাবে যুক্ত থাকতে চান, তাঁদের জন্য একটি বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। সংবাদ কলকাতা প্রাইভেট লিমিটেড (SAMBAD KOLKATA PRIVATE LIMITED) শুধুমাত্র ডিজিটাল মিডিয়ার (www.sangbadkolkata.com) ৪৯ শতাংশ শেয়ার ন্যূনতম ৪৯ জন বা তার বেশি সংখ্যক ব্যক্তিকে শর্ত সাপেক্ষে বিক্রি করতে চায়। প্রতি এক শতাংশ শেয়ারের মূল্য ১০ লক্ষ টাকা।
শর্ত অনুযায়ী,
1.লগ্নিকারী বিনা খরচে একটি ব্যবসায়িক বিজ্ঞাপন দিতে পারবেন।
2. তিনি মার্কেট থেকে বিজ্ঞাপন তুললে তার কমিশন ও লভ্যাংশ পাবেন।
3. লগ্নিকৃত টাকা ন্যূনতম তিন বছর ব্যবসায় বিনিয়োগ রাখতে হবে।
4. তিন বছর পর কোনও অংশীদার চাইলে তাঁর বিনিয়োগকৃত টাকা তুলে নিতে পারবেন।
5. প্রতিটি অংশীদারকে লাভ ও ক্ষতির দুই-ই গ্রহণ করতে হবে।
6. এখানে লাভের উৎস বিজ্ঞাপন।
7. লগ্নিকারীর বিনিয়োগকৃত মূলধন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ মূল টাকা ব্যবসার কাজে খরচ করা হবে না বা নষ্ট হবে না।
8. শুধুমাত্র মূলধনের জমা রাশির একটি অংশ দিয়ে স্থায়ী সম্পদ ক্রয় এবং অন্য অংশের ব্যাঙ্ক সুদ থেকে কর্মীদের বেতন ও অন্যান্য ব্যবসায়িক খরচ করা হবে।
9. প্রতিটি অংশীদার মার্কেটিং বা ব্যবসায়িক উন্নতির জন্য কোম্পানিকে উপদেশ ও সহযোগিতা করতে পারবেন।
10. সংবাদ কলকাতার নিরপেক্ষ নিউজ পলিসিতে হস্তক্ষেপ করতে পারবেন না।
আগ্রহী ব্যক্তি তাঁর আয়ের উৎস ও অন্যান্য বিস্তারিত বিবরণ সহ আমাদের মেল করুন। ই-মেল: sangbadkolkata@gmail.com
SAMBAD KOLKATA PRIVATE LIMITED
CIN: U92490WB2021PTC249705
Registered Address:
SUBHAS KUMAR PAL
Swarupdaha, North 24 Parganas,
PIN: 743273
previous post