সংবাদ কলকাতা: ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার ৮ দিন আগে মিলবে এডমিট। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে নিজেদের স্কুল থেকে পরীক্ষর্থীরা তা সংগ্ৰহ করতে পারবে। মঙ্গলবার একথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ১৩ ফেব্রুয়ারি নির্দিষ্ট ক্যাম্প অফিসে পাঠান হবে বহিরাগত সহ সব পরীক্ষার্থীর এডমিট। এবং তা স্কুল কর্তৃপক্ষকে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সংগ্ৰহ করতে হবে।
কোনও পরীক্ষর্থীর এডমিটে যদি কোনও ভুল আসে, তা সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে তাকে আবেদন জানাতে হবে। ২০ তারিখের পর আর কোনও আবেদন গ্রাহ্য করবে না পর্ষদ। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যে, ২৭ ফেব্রুয়ারি বিধানসভা উপনির্বাচনের কারণে ইতিহাস পরীক্ষা ওই দিনের পরিবর্তে ১মার্চ হবে।
next post