সুভাষ পাল, সংবাদ কলকাতা: অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গায়িকা পলক মুচ্ছল ও সুরকার মিথুন শর্মা। আশিকির সেট-এ ফোটা ভালোবাসার ফুল এবার বাস্তবে পরিণতি পেল। চার হাত এক করে পলক মিথুনকে জানিয়ে দিলেন, “মেরি আশিকি অব তুম হি হো…”।
বলিউডের এই দুই সঙ্গীত শিল্পীর প্রেমের সূত্রপাত ২০১৩ সাল নাগাদ। এই বছর মুক্তি পাওয়া হিট ছবি ‘আশিকি ২’-তে সুরকার মিথুন শর্মার সঙ্গে জুটি বাঁধেন গায়িকা পলক মুচ্ছল। মিথুনের সুরে আর পলকের কণ্ঠে গাওয়া এই সিনেমার দুটি গান “তুহি য়ে মুঝ কো বাতা দে/ চাহু মে ইয়া না…” আর “তু মুঝে ছোড় জায়ে/এ নেহি হো সক্তা…”। গান দুটি সঙ্গীতপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ছবির নায়ক নায়িকাদের সঙ্গে সঙ্গে রাতারাতি বিখ্যাত হয়ে যান গায়িকা পলক মুচ্ছল। দর্শকদের মুখে মুখে ফিরতে থাকে পলক মুচ্ছল ও অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া গানের লাইন “চাহু মে ইয়া না…”।
সেসময় প্রেক্ষাগৃহে ছিল তরুণ দর্শকদের পিনড্রপ সাইলেন্স। ছবির নায়ক আদিত্য কাপুর ওরফে রাহুল আর শ্রদ্ধা কাপুর ওরফে আরোহীর রোমান্টিক গল্পে মশগুল হয়ে যান প্রেমিক থেকে সিনেমাপ্রেমীরা। মাত্র চার সপ্তাহে সিনেমাটি বিশ্বজুড়ে ১৭৫ কোটি টাকার ব্যবসা করে। আর এই সময় থেকেই পর্দার আরোহী ও রাহুলের রোমান্সের চোরা স্রোত গায়িকা পলক মুচ্ছল ও সুরকার মিথুন শর্মার ব্যক্তিগত জীবনে প্রবেশ করে। মিথুনের প্রেমের টানে ভেসে যান মুচ্ছল। অবশেষে ব্যক্তিগত জীবনেও জুটি বাঁধলেন তাঁরা।
উল্লেখ্য, গত রবিবার, ৬ নভেম্বর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলেও দুই দিন আগেই শুরু হয়েছিল তাঁদের বিবাহের আচার অনুষ্ঠান। গায়ক সোনু নিগম, কৈলাশ খের, প্রযোজক কৃষিকা লুল্লা এবং টেলিভিশন অভিনেতা রুবিনা দিলাইক ও অভিনব শুক্লাকে পলক-মিথুনের বিয়ের রিসেপশনে দেখা যায়। নিজের বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পলক। গায়ে হলুদ, মেহেন্দি সহ বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে পলক লেখেন, ‘আজ থেকে সারা জীবনের জন্য আমরা একে অপরের হয়ে গেলাম। চিরদিনের সেই যাত্রাপথের শুরু।’
previous post