আগরতলা, ২০ নভেম্বর: ত্রিপুরার ধলাই জেলায় ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের সঙ্গে একটি পিক-আপ ভ্যানের সংঘর্ষে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে।
রেলক্রসিংয়ের কাছে সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
