October 31, 2025
দেশ

ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় মজবুত করতে যৌথ প্রচেষ্টার আহ্বান প্রেসিডেন্ট মুর্মুর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার বলেন, ভারতীয় ঐতিহ্যে শিল্পকে সবসময় আধ্যাত্মিক সাধনার রূপে দেখা হয়েছে।তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে ভারতকে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তি হিসেবে আরও সুদৃঢ় করা যায়।”নয়াদিল্লিতে ললিতকলা আকাদেমি আয়োজিত ৬৪তম জাতীয় শিল্প প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, শিল্প শুধু নান্দনিক রসগ্রহণের মাধ্যম নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ করার এবং সংবেদনশীল সমাজ গড়ার একটি শক্তিশালী হাতিয়ার।এই উপলক্ষে তিনি সকল পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন তাঁদের কাজ বহু শিল্পীকে অনুপ্রাণিত করবে। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, শিল্পীরা তাঁদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং কল্পনার মাধ্যমে নতুন ভারতের প্রতিচ্ছবি তুলে ধরছেন।শিল্পীদের সমস্যার কথাও উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাঁরা শিল্প সৃষ্টিতে বিপুল সময়, শক্তি এবং সম্পদ ব্যয় করেন।

তাই তাঁদের কাজের ন্যায্য মূল্য দেওয়া কেবল তাঁদের উৎসাহিত করবে না, অন্যদেরও পেশা হিসেবে শিল্প গ্রহণে অনুপ্রাণিত করবে।ললিতকলা আকাদেমির প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, শিল্পকর্ম বিক্রির উদ্যোগ শিল্পীদের আর্থিক সহায়তা দিচ্ছে এবং দেশের সৃজনশীল অর্থনীতি শক্তিশালী করছে।শিল্পপ্রেমীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কেবল শিল্পের প্রশংসা নয়, বরং শিল্পকর্ম সংগ্রহেও এগিয়ে আসতে হবে।

Related posts

Leave a Comment