ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সচিব দেশের জ্বালানি নিরাপত্তা ও এনার্জি আত্মনির্ভরতার লক্ষ্য পূরণে গভীর সমুদ্রে (Deepwater) দ্রুত ও সাহসী হাইড্রোকার্বন অনুসন্ধান শুরুর আহ্বান জানিয়েছেন।
 তিনি বলেন, আগামী বছরগুলোতে ভারতের জ্বালানি চাহিদা দ্রুত বাড়বে, তাই দেশীয় উৎস খুঁজে বের করতে এখনই সময়সীমাবদ্ধ কর্মপন্থা গ্রহণ করা জরুরি।সচিব জানান, পূর্ব উপকূল, বঙ্গোপসাগর ও আরব সাগর অঞ্চলে গভীর সমুদ্রের নিচে বিশাল সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে সরকার বেসরকারি সংস্থাগুলোকেও উৎসাহিত করছে। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, সিসমিক ডেটা অ্যানালিটিক্স এবং ঝুঁকি সহনশীল বিনিয়োগ কাঠামো তৈরি করার দিকেও জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শুধু উৎপাদন নয়, অনুসন্ধান-পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত ও লাইসেন্সিং প্রক্রিয়া সরলীকরণ করাও হবে এজেন্ডার বড় অংশ। এর ফলে আন্তর্জাতিক এনার্জি কোম্পানিগুলোর ভারতীয় গভীর সমুদ্র প্রকল্পে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

