November 1, 2025
জেলা

চাকরি দেওয়ার নাম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,টাকা ফেরত চাইলে প্রাণ নাশের হুমকি মহিলাকে, গ্রেফতার যুবক

চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ, দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, নির্যাতন,,এই সমস্ত একাধিক অভিযোগ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা।সেই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্ৰেফতার এক ব্যক্তি।

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাট থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, কয়েক বছর আগে লক্ষ্মীপদ দাস নামে এক ব্যক্তি ওই মহিলার কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে আশি হাজার টাকা নেয় ও পরবর্তী সময়ে চাকরি না হ‌ওয়ায় ওই টাকা ফেরত চাইলে টাকা ফেরত দেওয়ার কথা জানালেও ওই ব্যক্তি টাকা ফেরত দেয়নি , শুধু তাই নয়,ওই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক ও হয়েছে বলে জানিয়েছেন ওই মহিলা।

মূলত এই অভিযোগ নিয়ে হলদিয়া মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ।গত ৯ ই জুন,২০২৫ এ ওই মহিলার অভিযোগ এর ভিত্তিতে ওই ব্যক্তি গ্ৰেফতার হয় ।
অভিযোগকারী মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া যুবক কে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে ।

Related posts

Leave a Comment