November 1, 2025
টিভি-ও-সিনেমা

মধুমিতা সরকারের বিয়ের আগে ছোটপর্দায় কামব্যাক!

সাত বছর পর ফের ছোটপর্দায় ফিরলেন মধুমিতা সরকার। শুরু হয়েছে তাঁর নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত অনুরাগীরা যেমন খুশি, তেমনই আনন্দে ভাসছেন নায়িকার পরিবারও।বৃহস্পতিবার সকালে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেন।

সেখানে দেখা যাচ্ছে, টিভিতে চলছে নতুন ধারাবাহিকের প্রোমো, আর সামনে প্রাণভরে নাচছে এক খুদে—যিনি মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তীর ভাগ্নি। মামিমাকে টেলিভিশনে দেখে তাঁর উচ্ছ্বাস যে সামলানো মুশকিল, তা স্পষ্ট ধরা পড়েছে সেই ভিডিওতে।শোনা যাচ্ছে, এই শীতেই চারহাত এক হতে চলেছে মধুমিতা ও দেবমাল্যের। কিন্তু বিয়ের আগে হঠাৎ কেন ধারাবাহিকে ফেরা? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন,


“সামনে আমার বিয়ে, তাই অনেকেই প্রশ্ন করছেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময় কাজ শুরু করাটাই সঠিক। হ্যাঁ, দেবমাল্যকে হয়তো কম সময় দিতে পারব। তবে সেটাই তো মজার! বেশি মিস করব, আর টানও বাড়বে।”নতুন ধারাবাহিকে মধুমিতার বিপরীতে থাকছেন নীল ভট্টাচার্য। এর আগে ঋষি কৌশিকের সঙ্গে তাঁর জুটি দর্শকদের মন কেড়েছিল। তাই নতুন জুটিতেও যে দর্শকদের আগ্রহ তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Related posts

Leave a Comment