33 C
Kolkata
August 2, 2025
রাজ্য

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরির প্রতিশ্রুতি জিন্দালের

বেঙ্গল বিজনেস সামিটে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরির প্রতিশ্রুতি দিল জিন্দাল গোষ্ঠী। বিজনেস সামিটে যোগ দিয়ে জিন্দাল গোষ্ঠীর কর্নধার সজ্জন জিন্দাল শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আশ্বাস দিয়েছেন। পরে আরও ১৬ হাজার কোটি টাকা লগ্নি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার ঘোষণাও সেরে রেখেছেন।

শালবনিতে গড়ে উঠবে পাওয়ার প্ল্যান্ট। ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনি ব্লকের জামবেদিয়া, বরজু, পালইবনি, আসনাশুলি, চন্দনকাঠ, বাঁশকাটি, সীতানাথপুর, জামশোল, ঘাগরাশোল, বাঁশকোপনা, বরাগাদা সহ কয়েকটি গ্রামের জমিদাতারা। তাঁদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাঁদের কর্মসংস্থান হবে, যে জমিতে ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা ছিল ইতিমধ্যেই এর একাংশে সিমেন্ট কারখানা তৈরি করেছে জিন্দাল গোষ্ঠী। বহু মানুষ সেখানে কাজ করছেন।

Related posts

Leave a Comment