25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লার বাড়িতে আচমকা আগুন

জলপাইগুড়ি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লার বাড়িতে আগুন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জন বাড়লার ঘর। জানা গেছে, এদিন দুপুরে জন বাড়লার বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয় বাসিন্দারা বালি, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। এরপর বীরপাড়া দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।

কিন্তু বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর দমকল বাহিনীর কর্মীরা পুরোপুরি আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে জন বাড়লার বাড়ির পাশেই বেশ কিছু ঘরবাড়ি রয়েছে। ‌ স্বাভাবিকভাবেই আগুন সময় মত নিয়ন্ত্রণে আনা না গেলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারত। তবে যে ঘরটিতে আগুন লেগেছে সেটি জন বাড়লার পুরনো ঘর।

এদিকে জানা গেছে, জন বাড়লা সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যে আগুন লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

Related posts

Leave a Comment