ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলের হয়ে কে কে খেলবেন, তা ঘোষণা করা হয়েছে। এই দলে ১৪ জন খেলোয়াড় আছেন। ইংল্যন্ড দল প্রথম টেস্ট ম্যাচে দীর্ঘ তিন বছর বাদে জায়গা পেলেন এক অল রাউন্ডার জেমি ওভারটন। অধিনায়ক বেন স্টোকসও ভারতের বিরুদ্ধে লড়াকু মনোভাব নিয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। ইংল্যান্ডের টেস্ট দলে নিয়মিত খেলা মার্ক উড, ওলি স্টোন ও জফ্রা আর্চারকে পাওয়া যাবে না প্রথম টেস্টে।
প্রথম টেস্টে ইংল্যান্ড দল– বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভারটন, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, শোয়েব বশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্ল, স্যাম কুক, ক্রিস ওকস।
previous post