31 C
Kolkata
August 1, 2025
খেলা

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট: আরসিবি-র ভূমিকায় ক্ষুব্ধ বোর্ড

বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল বেঙ্গালুরুর প্রথম আইপিএল জয়ের বিজয়োল্লাস। এই সময়ে স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন সমর্থকের। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। পাশাপাশি, আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন। তাতেও থামানো যায়নি আরসিবির উদযাপন। বাইরে যখন হাজার- হাজার মানুষের আর্তনাদ-চিৎকার, তখন ভিতরে দাপিয়ে চলল ডিজে, বাজল গান, হল চূড়ান্ত হইহুল্লোড়। তাতে শামিল হলেন বিরাট কোহলির মতন দায়িত্ববান খেলোয়াড়ও। আর তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

বুধবারের এই ঘটনার জন্য সরাসরি আরসিবি কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তিনি। বিষয়টি নিয়েই মুখ খুলেছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। তাঁর বক্তব্য, ‘কোথাও তো একটা ঘাটতি নিশ্চিতভাবে হয়েছে।’ এরপরেই কলকাতার প্রসঙ্গ তুলে ক্ষুব্ধ সাইকিয়া বলেন, গত বছর যখন কেকেআর জিতল, তখনও তো কলকাতায় বিজয়োৎসব হয়েছিল। কই, তখন তো এমন ঘটনা ঘটেনি!

Related posts

Leave a Comment