December 6, 2025
Uncategorized

মহারাষ্ট্রের স্থানীয় নগর নির্বাচনে বিহারের ফলাফলের পুনরাবৃত্তি হবে, উদ্ধব শিবসেনাকে সতর্ক করল বিজেপি

মহারাষ্ট্রের আসন্ন স্থানীয় নগরপালিকা ও নাগরিক সংস্থার নির্বাচনে বিহারের এনডিএ-জয়ের মতোই চূড়ান্ত বিপর্যয় অপেক্ষা করছে উদ্ধব শিবসেনার জন্য, এমনই রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিল বিজেপি। দলের নেতাদের দাবি—রাজ্যে জনসমর্থন দ্রুত বদলেছে, এবং বিভিন্ন পৌর অঞ্চলে উন্নয়নহীনতা, দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বের দায়ে উদ্ধব শিবসেনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।


বিজেপির মতে, বিহারে যেভাবে ভোটাররা “পরিবর্তন ও স্থায়ী উন্নয়ন”-এর পক্ষে রায় দিয়েছেন, মহারাষ্ট্রেও নগরভোট তার প্রতিফলন দেখাবে। দলটি আরও দাবি করে, এনডিএ-র বিহার জয়ের পর দেশের রাজনীতিতে একটি “পরিষ্কার বার্তা” গেছে—দুর্বল নেতৃত্ব ও অস্থির জোটকে মানুষ আর মানতে চাইছে না।


উদ্ধব শিবসেনা যদিও বিজেপির মন্তব্যকে “রাজনৈতিক আতঙ্ক” বলে কটাক্ষ করেছে। তাদের বক্তব্য—মহারাষ্ট্রে বিজেপি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় ইস্যুতে কোনও ভাবেই সুবিধা করতে পারবে না।
তবে রাজনৈতিক মহল মনে করছে, আগামী নাগরিক সংস্থা নির্বাচন দুই দলের জন্যই মর্যাদার লড়াই হয়ে দাঁড়াতে চলেছে।

Related posts

Leave a Comment