October 31, 2025
দেশ

“ভালো বই জীবনের সত্যিকার দিশারি”: গোমতী বুক ফেস্টিভ্যাল উদ্বোধনে যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার লখনউ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ গোমতী বুক ফেস্টিভ্যাল-এর উদ্বোধন করলেন। এই উপলক্ষে তিনি শিশুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা করেন এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি স্কুলছাত্রী ও আঙ্গনওয়াড়ি কর্মীদের বই উপহারও দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “একটি ভালো বই জীবনের দিশারি হয়ে ওঠে, অন্ধকারে আলো দেখায় এবং আমাদের এগিয়ে নিয়ে যায়।”তিনি শিশু ও তরুণদের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রতিদিন অন্তত এক ঘণ্টা সৃজনশীল ও জ্ঞানবর্ধক বই পড়তে এবং স্মার্টফোনে সময় নষ্ট না করতে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভারতীয় জ্ঞান-ঐতিহ্যের উদাহরণ টেনে ঋষি যাজ্ঞবল্ক্য, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, পাণিনি, সুশ্রুত-এর অবদান স্মরণ করেন। তিনি বলেন, ভারতের সভ্যতায় শিক্ষা ও পাঠ সবসময় অগ্রগতির ভিত্তি।এ বছর বইমেলায় ২৫০টিরও বেশি স্টলেতে বহু ভাষার বই প্রদর্শিত হচ্ছে—শিশু সাহিত্য থেকে শুরু করে প্রখ্যাত লেখকদের রচনা পর্যন্ত।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী শিশুদের উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বই ‘Exam Warriors’

তিনি বলেন, পরীক্ষার্থী শিশু যদি মনোযোগ দিয়ে এই বই পড়ে, তবে পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবে।তিনি মহর্ষি বাল্মীকি ও গোস্বামী তুলসীদাসের অমর কীর্তির উদাহরণ টেনে বলেন, “মূল সৃষ্টিকর্ম শুধু কালজয়ী হয় না, স্রষ্টাকেও অমর করে তোলে।”মুখ্যমন্ত্রী আবারও “সুস্থ নারী, শক্তিশালী সমাজ” বার্তাটি উল্লেখ করে বলেন, সুস্থ নারীই শক্তিশালী জাতির ভিত্তি। তিনি লখনউ শহরের সব স্কুলের ছাত্রছাত্রীদের এই বইমেলায় আসার আহ্বান জানান এবং প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি বই কেনার জন্য উৎসাহিত করেন।

গোমতী বুক ফেস্টিভ্যাল চলবে ২০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশেষভাবে বই উপহার দেন আঙ্গনওয়াড়ি কর্মী সুনীতা শুক্লা, দীপমালা, কুসুম, পুনম পাল, বিনিতা পাঠক, জ্ঞানবতী ও তারাবতীকে।

Related posts

Leave a Comment