দিল্লি — ২০২৬-২৭ বিপণন মরশুমের জন্য রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকের উৎপাদনের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে করডাই (কুসুম/সফ্লাওয়ার)-এর এমএসপি — কুইন্টাল পিছু ৬০০ টাকা। এরপর মসুর ডালের এমএসপি বেড়েছে ৩০০ টাকা, সরিষা ও রাইয়ের ২৫০ টাকা, ছোলা ২২৫ টাকা, যব ১৭০ টাকা এবং গম ১৬০ টাকা।২০২৬-২৭ মরশুমে রবি ফসলে নির্ধারিত নতুন এমএসপি হলো —
- গম: কুইন্টাল পিছু ₹২,৫৮৫
- যব: ₹২,১৫০
- ছোলা: ₹৫,৮৭৫
- মসুর: ₹৭,০০০
- সরিষা ও রাই: ₹৬,২০০
- করডাই: ₹৬,৫৪০
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সর্বভারতীয় গড় উৎপাদন ব্যয়ের তুলনায় এই এমএসপি কৃষকদের ৫০ শতাংশ থেকে ১০৯ শতাংশ পর্যন্ত বেশি লাভ দেবে। ২০১৮-১৯ সালের বাজেটে ঘোষিত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন ব্যয়ের দেড়গুণ দামে এমএসপি নির্ধারণ করা হয়েছে।
সরকারের দাবি, এই নতুন এমএসপি কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করবে এবং শস্য বৈচিত্র্যকরণে উৎসাহ দেবে।

