25 C
Kolkata
November 2, 2025
খেলা

জুরেলের পর পাড়িক্কলের শতরান, ভারতের টেস্ট মিডল অর্ডারে তীব্র প্রতিযোগিতা

ভারতের টেস্ট দলে মিডল অর্ডারে প্রতিযোগিতা আরও বাড়ল। সাই সুদর্শন ও করুণ নায়ারের সঙ্গে এবার তালিকায় ঢুকে পড়েছেন দেবদত্ত পাড়িক্কল। এছাড়া সরফরাজ় খান, রজত পাটীদারও রয়েছে। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের কারণে এই ব্যাটারদের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে।২ অক্টোবর থেকে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু। মিডল অর্ডারে কারা খেলবেন, তা নিয়ে চলছে জল্পনা।

ইংল্যান্ড সফরে সুযোগ পাওয়া সুদর্শন ও করুণ নজর কাড়তে পারেননি, তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁদের খেলা নিশ্চিত নয়।সম্প্রতি দলীপ ট্রফির ফাইনালে পাটীদার শতরান করেছেন। বুচি বাবুও অসাধারণ খেলে শতরান করেছেন। ভারত ‘এ’ দলের হয়ে শতরান করেছেন ধ্রুব জুরেল (১৪০ রান) ও পাড়িক্কল। পাড়িক্কল ২৮১ বলে ১৫০ রান করেছেন, ১৪টি চার ও একটি ছক্কা মেরে। তাঁর অন্তর্ভুক্তি ভারতের মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটারের ভারসাম্য তৈরি করবে।ভারতীয় মিডল অর্ডারে বিরাট কোহলির অবসরের পর খালি হওয়া স্থান পূরণে অন্তত পাঁচজন ব্যাটার লড়াই করছেন।

সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে সরফরাজ়, পাটীদার ও পাড়িক্কল এগিয়ে রয়েছেন।অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ‘এ’ দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৩২ রান করে ডিক্লেয়ার করেছে, জবাবে ভারত ‘এ’ ৭ উইকেটে ৫৩১ রান ডিক্লেয়ার করেছে। জুরেল ও পাড়িক্কল শতরান করেছেন।

Related posts

Leave a Comment