পানিহাটিতে ক্যান্সার আক্রান্ত পিতার (সমর কুমার চট্টোপাধ্যায়) চিকিৎসায় দিশাহারা তরুণী। তাঁর মা নেই। রয়েছে একটি ভাই, যে এখনও পড়াশুনা করছে। এমতাবস্থায় ওই তরুণীর মাথার উপর একমাত্র ভরসা ক্যান্সার আক্রান্ত পিতা। অসম লড়াই চালিয়ে তাঁর চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। কী করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। পরিবারের রোজগার বলতে নিজে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় কাজ করে সীমিত আয়। এমতাবস্থায় ওই তরুণীর সাহায্যে এগিয়ে আসুন। নিচে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হল। ইচ্ছুক ব্যক্তিরা তাঁদের সামর্থ মতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
Bandhan bank, Branch- belghoria
IFSC Code: BDBL0001594
A/C No: 50190022096727
A/c holder name: Saswati chatterjee
রোগী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের মেইল করুন: sangbadkolkata@gmail.com
previous post