৫০ ফুট উচ্চতা ক্রিকেটার বিরাট কোহলির কাট আউট বানিয়ে মাল্যদান করে দুধ দিয়ে স্নান করিয়ে ৩৬ তম জন্মদিন পালন করলেন বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন সাঁতরাগাছি বাস টার্মিনালে। এই বিরাট প্রেমী সংগঠনের উদ্যোগে সাঁতরাগাছিতে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরাট অনুরাগীরা সাঁতরাগাছিতে আসেন ৷ সেখানে উপস্থিত বিরাট কোহলির অনুরাগীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয় ৷ সেই সঙ্গে বিরাটকে নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাওড়া ট্রাফিকের আধিকারিক সহ অন্যান্যরা।
