30 C
Kolkata
August 3, 2025
দেশ বাংলাদেশ বিদেশ

ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য আজ দিল্লি আসছেন হাসিনা

দিল্লি, ২১ জুন: ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য আজ দিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ ও ২২ জুন তিনি দিল্লিতে থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসছেন তাঁর সফরসঙ্গীরা। সফর চলাকালীন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সশস্ত্র অভিবাদন গ্রহণ ও গার্ড অফ অনার পরিদর্শন করবেন। এই সময় দুই দেশের জাতীয় সংগীত বাজবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেদিনই হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি বিনিময় অনুষ্ঠিত হবে সেখানে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ আয়োজনের কথা রয়েছে সেখানে।

Related posts

Leave a Comment