24 C
Kolkata
April 17, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় ইডি-র তলব, খোঁচা দিয়ে কী বললেন শ্রীলেখা?

সংবাদ কলকাতা, ৩০ মে: রেশন দুর্নীতি মামলায় এবার ডাক পড়ল টলিউডের এক সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের। আজ বৃহস্পতিবার ইডি তলব করেছে নায়িকাকে। এমনটাই সূত্রের খবর। কিন্তু তিনি সিনেমার শ্যুটিংয়ের জন্য এখন সুদূর আমেরিকাতে রয়েছেন। ঋতুপর্ণা অবশ্য সুদূর ইউএসএ থেকে দাবি করেছেন, তাঁর কাছে এখনও কোনও চিঠি আসেনি। রেশন দুর্নীতির নাম শুনে আকাশ ভেঙে তাঁর মাথায় পড়ে! তিনি রেশন দুর্নীতি আবার কি জিনিস? কিছুই জানিনা তো!

এদিকে ২০১৯-এ রোজভ্যালি কাণ্ডে নাম জড়ায় ঋতুপর্ণার। তাঁকে সেসময় হাজিরাও দিতে হয় ইডির দপ্তরে। এবার ২০২৪-এ রেশন দুর্নীতি মামলায় নাম জড়ালো এক সময়ের প্রথম সারির অভিনেত্রীর। তাঁকে নিয়ে কথা উঠতেই নেট মাধ্যমে খোঁচা দিলেন শ্রীলেখা মিত্র। এক পোস্টে শ্রীলেখা লেখেন– “রোজভ্যালি, রেশন–অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি কেন নীরব! এই মেরুদন্ডহীনতা নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে!” এই পোস্ট শেয়ার করেই শ্রীলেখা লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ”।

Related posts

Leave a Comment