ইডি আদালতের রিমান্ড কপিতে উল্লেখ করল শাহজাহান রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট প্রভাবশালী। আদালতে এও জানাল তিনি দুর্নীতির টাকা নিয়ে থাকতে পারেন। এছাড়াও বলা হয়েছে মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা। আরেকদিকে শাহজাহানের আইনজীবী বলেন ,যতক্ষন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন নোটিস ইস্যু করা থেকে বিরত থাকা হোক বা রক্ষাকবচ দেওয়া হোক।
previous post
next post