সংবাদ কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ফের তল্লাশি অভিযানে ইডি। আজ, সকাল ৭টা থেকে কলকাতার কাঁকুরগাছি, বড়বাজার সহ মোট ৯ জায়গায় তল্লাশি চলছে। বড়বাজার (কোন এক চাটাট একাউন্টেন্টের অফিসে ৩০৩ নম্বর ) ও বাইপাসে বেঙ্গল কেমিক্যালসে ইডির হানা। মানিকতলার মনিকলা আবাসনে তল্লাশি । সুবোধ সাচার , অশোক সাধুখার আবাসনে তল্লাশি। সকাল থেকে একসঙ্গে নটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সকাল থেকে শহরে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
previous post
next post
