April 16, 2025
রাজ্য

কলেজ ক্যাম্পাসে মাদক সেবন করছে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, রাজনৈতিক মহলে চলছে জল্পনা

পূর্ব বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। পূর্ব বর্ধমান জেলার দু’নম্বর ব্লকের অধীনে হাটগোবিন্দপুর ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের এই ঘটনা।

কার্যত এই ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিতেশ শেঠ। তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে কয়েকজন সঙ্গীকে নিয়ে মাদকদ্রব্য সেবন করছেন।

ভিডিওটি ভাইরালকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ‘সংবাদ কলকাতা’ এই ভিডিও-র সত‍্যতা যাচাই করেনি। যদিও এই বিষয়ে রাজ‍্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এখন কি সেবন করছেন, সেটা দেখতে হবে। আর যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সত‍্যতা যাচাই করতে হবে। কারণ এখন বিরোধী রাজনৈতিক দলের যাঁরা আছেন, তাঁরা কথায় কথায় আমাদের যাঁরা তৃণমূল কংগ্রেস করেন, তাঁদের বদনাম করার চেষ্টা করেন। যেহেতু যাদপপুরের ঘটনাটা ঘটেছে, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন‍্য অনেক মিথ‍্যা ভিডিও বাজারে ছেড়ে দিয়েছে।

বর্ধমান ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ‍্যোতি সিংহ রায় জানান, আমরা দেখেছি তৃণমূলের জামানায় কলেজগুলোতে পঠনপাঠন তলানিতে ঠেকেছে। পঠনপাঠন নেই বললেই চলে। সেই সঙ্গে রাজ্য জুড়ে তারা অপসংস্কৃতির বিস্তার ঘটিয়েছে। যার জেরে রাজ্যে অপরাধের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

Related posts

Leave a Comment