কোচবিহার: অন্যের সঙ্গে বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়। অভিযোগ, ওই যুবকের সঙ্গে দীর্ঘ এক বছরের প্রেমের সম্পর্ক রয়েছে ওই যুবতীর। প্রেমিকের বিয়ের খবর পেতেই বিয়ের দাবিতে রীতিমত প্রেমিকের বাড়িতে এসে ধর্নায় বসলেন যুবতী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে ওই প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে ধর্না শুরুর পর থেকে এলাকা থেকে নিখোঁজ ওই প্রেমিক। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই প্রেমিকাকে তুলে নিয়ে যেতে চাইলে স্থানীয় বাসিন্দারা বাধা দেয় বলে অভিযোগ।