প্যারিস: পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল প্যারিস। ট্রাফিক আইন ভাঙার কারণে এই গুলি চলে বলে জানা গিয়েছে। এদিন ফ্রান্সের রাজধানী শহরের নঁতে অঞ্চলে ঘটে এই নির্মম ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়ায় গোটা প্যারিস শহরে। বিক্ষোভে সামিল হন প্যারিসের সাধারণ জনগণ। বিক্ষোভ ক্রমশ রণক্ষেত্রের চেহারা নেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। এছাড়া রাস্তার যাত্রীবাহী বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। রাতে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৯জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গিয়েছে, একটি ভাড়া করা গাড়ি নিয়ে ওই কিশোর এবং তার দুই সঙ্গী ডেলিভারির কাজ করে। মঙ্গলবার প্যারিসের নঁতের অঞ্চল দিয়ে যাওয়ার সময় ট্রাফিক আইন ভঙ্গ করে বলে অভিযোগ। তখন তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। ভয় পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এরপরই গাড়ির জানালা দিয়ে গুলি চালায় পুলিশ। ওই গাড়িতে কিশোরের সঙ্গে থাকা আরও দুই জনের মধ্যে পুলিশ একজনকে আটক করেছে। অন্য আর একজন পালিয়ে যায়।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই কিশোরের সঙ্গে এমন ঘটনায় ক্ষুব্ধ হয় প্যারিসের সাধারণ মানুষ। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। ক্রমশ বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা শহরে। এদিকে কিশোরের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
