সংবাদ কলকাতা: দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে মহম্মদ সামির বলে মাথায় চোট পান ডেভিড ওয়ার্নার। যার ফলে টেস্ট ম্যাচ থেকে ছিটকে যান তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। অস্ট্রেলিয়ার এই প্রেসারের নাম জশ হ্যাজলউড। গোড়ালিতে চোটের কারণে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচে খেলছেন না তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে গিয়ে এই চোট পান তিনি। সেই ব্যথা এখনও সারেনি। সেজন্য বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুই টেস্টে থাকছেন না তিনি।
