সংবাদ কলকাতা: এবার SSC অফিসকে দুর্নীতির আতুরঘর বলে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন এই দুর্নীতিতে শুধু পার্থ বা মানিক নয়। অনেকের অনুপ্রেরণাতেই এটা সংগঠিত হয়েছে। আমরা আশা রাখি হাইকোর্টের নির্দেশে যে তদন্ত প্রক্রিয়া চলছে তার গভীরে পৌঁছাতে পারবে তদন্তকারী অফিসাররা।
তিনি সাংবাদিকদের সামনে নিয়োগে ৩৪ শতাংশ দুর্নীতির অভিযোগ এনে বলেন, অনেক পরীক্ষার্থীর OMR শীট পাওয়া যাচ্ছে না। সমস্ত তথ্য লোপাট করা হয়েছে। SSC এর সুপারিশে নিয়োগ হওয়া ২৩,৪৪৯ জনের মধ্যে ৮,১৬৩ জনের OMR শীটের কারচুপি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
next post