নদীয়া: ১৪ মার্চ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল। আর তারপরেই এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ। ঘোষণা হল তৃণমূল কর্মীর নাম শহিদুল শেখ। বয়স ৩৬ বছর। ভোটের আগে এরকম মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার থানাপাড়া থানার মুক্তারপুর এলাকার ৷ ঘটনার দিন ওই যুবকটির বাড়ি থেকে কিছুটা দূরে রক্তাক্ত অবস্থায় তার দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, শহিদুল শেখ এক বছর আগে এলাকারই কিছু কংগ্রেস কর্মীর সঙ্গে বিবাদে জড়ায়। তারপর তিনি ঘটনার কথা জানিয়ে থানাপাড়া থানায় ওই কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সে ঘটনার জেরে ওই সময় বেশ কিছু কংগেস কর্মীকে আটক ও করেছিল। অভিযোগের তির উঠেছে সেই সময় কংগ্রেস আশ্রিত ‘দুষ্কৃতী’দের বিরুদ্ধেই৷
তার পরিবারে দাবি, সেই দিন রাতে সে বাড়িতেই ছিল। কিন্তু হঠাৎই কয়েকজন তাকে এসে ডেকে নিয়ে যায়। তারকিছু সময় পরই তৃণমূল কর্মী তার দেহটি রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর তার বাড়িতে খবর পাঠায় তারা। তার পরিবারের দাবি,শহিদুলের সারা শরীরে ক্ষত ছিল। তাকে তার পরিবারে লোকেরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীন চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।