34 C
Kolkata
April 5, 2025
খেলা

১৫তম জুনিয়র জাতীয় চকবল প্রতিযোগিতায় বাংলার দ্বিমুকুট

ফাইল চিত্র

১৫তম জুনিয়র জাতীয় চকবল প্রতিযোগিতায় বাংলার ছেলে ও মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাল। বিশেষভাবে এই প্রতিযোগিতায় বালিকা বিভাগে সেরা শুটার হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার পারভিনা খাতুন। সেরা ক্যাচার হলেন দার্জিলিং জেলার আলপনা রায়। বালক বিভাগে সেরা শুটার হন পুরুলিয়ার সান্টু মাহাত।

পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাংশু ঘোষদস্তিদার জানা ১২ বছর ধরে এই খেলা পরিচালিত করা হচ্ছে। এই খেলায় কোনও বিদেশি খেলোয়াড় বা কোচের প্রয়োজন হয় না। জাতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য খেলোয়াড়রা নিজেরাই অর্থ জোগাড় করে খেলতে গিয়েছিলেন।

Related posts

Leave a Comment