শিলচর: জানা গেছে, মঙ্গলবার রাজ্য পরিবহন নিগমের অধীনে চলাচলকারী যাত্রীবাহী বাসটি এসেছিল ত্রিপুরার ধর্মনগর থেকে। সন্ধ্যার পর বাস আইএসবিটিতে পৌঁছানোর পর যাত্রীরা নেমে যায়। এর কিছুক্ষণ পর চালকের সহকারী বাস সাফাই করতে গিয়ে দেখেন ২৫ ও ২৬ নম্বর আসনের নিচে পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি ব্যাগ।সাথে সাথে খবর দেন তারাপুর পুলিশ ফাঁড়িতে।খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে দেখেন ওই ব্যাগের ভেতর রয়েছে দুটি পিস্তল, ৪০ রাউন্ড তাজা গুলি সহ এক জোড়া জুতা ও অন্যান্য কিছু সামগ্রী। পরে ব্যাগটি উদ্ধার করে নিয়ে যায় তারাপুর থানার পুলিশ।
বাসের ভেতর কে বা কারা কেন এই ব্যাগ রেখেছিল, কোন যাত্রী তা নিয়ে এসেছিলো, বর্তমানে সেটি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।
previous post