অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।
ল্যাংড়া আমের কদর, ষষ্ঠীর বাজারে,
গাঁয়ের ম্যাধা মাধব, শাশুড়ি আদরে,
পচা ইলিশের স্বাদ,সর্ষের ভিতরে,
ভাজা ভুজি শাক সব্জি,চাটনি সাদরে।
পাতের শেষে সন্দেশ, মিষ্টি রকমারি,
চিনি পাতা দৈ সম্মুখে, রাখা এক হাঁড়ি,
তাল পাতার হাওয়া, মাথায় শাশুড়ি,
মুখসুদ্ধি পানে ভরা, মশালা সুপারী।
প্রণামীর প্যান্ট জামা, ভোজনে দক্ষিণা,
জামাইয়ের ঘোচেনা, আদেখলেপণা,
গণ্ডেপিণ্ডে খেয়ে দেয়ে, তাকিয়ে পাওনা,
শাশুড়ি মেয়ের তরে, মেটান বায়না।
শাশুড়ি মা নাই যার, জীবন আঁধার,
বলবে না কেউ! এসো, বাবাজি আবার!
