নতুন দিল্লি, ২৫ মে: ভারতে তৈরি কাফসিরাফ আন্তর্জাতিক বাজারে প্রশ্নের মুখে। সেজন্য এর প্রতিরোধে এবার পদক্ষেপ নিল ডিজিসিআই। জানা গিয়েছে, এবার থেকে বিদেশে রপ্তানির আগে সব ধরণের ভারতীয় কাফসিরাপ পরীক্ষা বাধ্যতামূলক। এবিষয়ে সকল সরকারি গবেষণাগারগুলিকে নির্দেশ দিয়েছে ডিজিসিআই। ফলে এবার থেকে দেশীয় ওষুধের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলি আর বিদেশে পাঠানো হবে না। ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার পরই তা বিদেশে রপ্তানি করতে চাইছে কেন্দ্র।
next post