বনগাঁ, ১৫ অক্টোবর: বনগাঁর গোপালনগরে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার হল এক গৃহশিক্ষক। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যাওয়ার পর ঘটে এই ঘটনা। নাবালিকাকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত গৃহশিক্ষক। এই বিষয়ে নাবালিকার মা গোপালনগর থানায় অভিযোগ জানান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।