25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

নিয়োগ দুর্নীতির সব দায় কুন্তলের ঘাড়ে চাপালেন শান্তনু

সংবাদ কলকাতা: নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের উপর সমস্ত দায় চাপালেন শান্তনু ব্যানার্জী। সোমবার ইডি দপ্তরে ঢোকার আগে সদ্য গ্রেপ্তার হওয়া শান্তনু বলেন,”মোবাইল থেকেই সব সত্য বেরিয়ে আসবে।” ইডির জিজ্ঞাসাবাদের সময় একদিকে শান্তনু দায় চাপাচ্ছেন কুন্তলের উপর, আবার কুন্তল দায় চাপাচ্ছেন শান্তনুর ওপর। তবে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে।

এদিকে সোমবার কুন্তলের বয়ান আদালতে তুলে ধরে ইডি জানায়, কুন্তল শান্তনুর হাতে প্রায় ১ কোটি টাকা তুলে দিয়েছেন। সাংবাদিকরা এবিষয়ে শান্তনুকে জিজ্ঞাসা করতেই তিনি বিষয়টি অস্বীকার করেন। শান্তনু বলেন, এক টাকাও দেয়নি কুন্তল। বরং শান্তনু নিয়োগ দুর্নীতির সমস্ত দায় কুন্তলের ঘাড়েই চাপিয়েছেন। এদিন সন্ধ্যায় আদালত থেকে ইডি দপ্তরে যাওয়ার সময় শান্তনু ফের বলেন, সব দুর্নীতি কুন্তলই করেছে।

Related posts

Leave a Comment