মঙ্গলবার সাত সকালে বন্ধ হয়ে গেল দক্ষিণেশ্বর-কবি সুভাষ মেট্রো পরিষেবা। সকাল পৌনে ৯টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। আচমকা একাধিক স্টেশনে মেট্রোগুলি দাঁড়িয়ে পড়েছে। এর ফলে অফিস টাইমে নিত্যযাত্রীরা খুবই সমস্যায় পড়েছেন। প্রতিটি স্টেশনে থিকথিকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বেশি ভিড় হয়েছে দমদম মেট্রো স্টেশনে। জরুরি থাকায় অনেককে যাতায়াতের জন্য বিকল্প কোনও ব্যবস্থা করতে হচ্ছে।
এর আগে পুজোর সময়েও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বরানগর মেট্রো স্টেশনে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। ভোগান্তি বেড়েছিল দর্শনার্থী ও সাধারণ মানুষের। পুজো শেষ হতেই ফের একই পরিস্থিতির সম্মুখীন হলেন মেট্রো যাত্রীরা। তবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে ঘটেছে এই ঘটনা। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার জন্য মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে। খুব শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে আশ্বাস দিয়েছেন কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
next post