সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে তেলেঙ্গানার ৫ ব্যক্তির পুনর্মিলনের ভিডিও ভাইরাল হয়েছে। ১৮ বছর পর ঘরের মানুষ ঘরে ফিরল। এই আনন্দ উচ্ছ্বাসে বাধা মানছেনা তাদের চোখের জল। ২০০৬ সালে দুবাইয়ের রজন্না সিরকিল্লা জেলায় ওই ৫ বাসিন্দা কাজের সন্ধানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা নিজেদের রুজিরোজগারের জন্য পাহারাদারের কাজও জোগাড় করেছিলেন। কিন্তু হঠাৎই যেন কোথা থেকে কী হয়ে গেল। ওই পাঁচ জনই নেপালের এক বাসিন্দার খুনের মামলায় জড়িয়ে পড়লেন। তারপর তাদের দীর্ঘ ২৫ বছরের জন্য কারাদণ্ডে দন্ডিত হতে হল। তেলেঙ্গানার এই ৫ ব্যক্তির মুক্তির জন্য উদ্যোগী হন বিআরএস নেতা কেটি রাম রাও। এমনকি মৃতের পরিবারকে ক্ষতিপূরণও দেন তিনি।
previous post