সংবাদ কলকাতা: রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির হতাশার মধ্যে বাংলার চাকরিপ্রার্থীদের জন্য ফের আশার আলো দেখতে শুরু করেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বিভিন্ন দপ্তরে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। ICDS, গ্রুপ সি, গ্রুপ ডি সহ অন্যান্য পদে এই বিপুল পরিমাণ নিয়োগ করা হবে। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তার পাশাপাশি ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করে থাকেন, তাহলে এই পদগুলিতে আবেদন করতে পারেন।
এই ১ লক্ষ ২৫ হাজার কর্মীর মধ্যে কোন কোন বিভাগে কত শূন্য পদ রয়েছে, তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। এখানে প্রাইমারী স্কুলগুলিতে মোট ১১ হাজার শিক্ষকের শূণ্যপদ রয়েছে। এছাড়া উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে মোট ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। ৯,৪৯৩ জন কর্মী নিয়োগ করা হবে রাজ্যের অঙ্গনওয়াড়ী প্রকল্পে।
এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ১২ হাজার গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতেও নিয়োগ করা হবে। একই সঙ্গে চিকিৎসপদেও ২ হাজার, নার্স হিসেবে ৭ হাজার এবং পুলিশ বিভাগে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। সুতরাং সব মিলিয়ে রাজ্যে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থান হবে।
উল্লেখ্য, বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। রাজ্যের ক্ষমতাধীন সরকারের একাধিক নেতা মন্ত্রীরাও এই নিয়োগ দুর্নীতি মামলায় আইনের জালে ফেঁসে রয়েছেন। এমত অবস্থায় সরকারের উপরে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি হয়েছে। রাজ্যবাসীর মনেও বিরূপ প্রভাব পড়েছে। শাসকদল রীতিমতো জনরোষের শিকার হয়েছে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে তীব্র নিন্দা করা হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীরা বারবার আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। অনেকে চাকরির আশায় মাসের পর মাস ধরনায় বসে আছে। এমত অবস্থায় একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি অনেক নিরাশার মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। যোগ্য প্রার্থীরা হয়তো তাঁদের যোগ্যতার প্রকৃত মূল্য এবার পেতে পারেন।
সদ্য পঞ্চায়েত নির্বাচন শেষ হল। যার ভবিষ্যৎ নিয়ে রয়েছে একাধিক বিতর্ক ও সংশয়। পুজোর রেশ শেষ হতে না হতে আর কয়েক মাস গেলেই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাবে। সেজন্য এই নির্বাচনকে পাখির চোখ করতে চায় রাজ্য সরকার। তাই সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকে ইস্যু করে বিরোধী রাজনৈতিক দল যে প্রচার করছে, সেটাকেই নস্যাৎ করতে চাইছে রাজ্য সরকার। সেজন্য নতুন করে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী সম্প্রতি সাংবাদিক বৈঠক করে জানান, এই নিয়োগ প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এবং প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে। সেজন্য গোপন সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
previous post