গুরুগ্রাম: নিজের ক্লাবে জন্মদিন পালন করতে গিয়েছিলেন এক ব্যবসায়ী। তাঁর সঙ্গে ছিল তিন মহিলা। কোনও এক অজ্ঞাত কারণে নিজের ক্লাবেই মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জীব জোশির। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।
পুলিস জানিয়েছে, রাতে জন্মদিনের পার্টি হয়। সেখানে খাবার অর্ডার দেওয়া হয়। তারপরই অজ্ঞান হয়ে যান ওই ব্যবসায়ীসহ চারজন। ওই অবস্থায় তাঁদেরকে উদ্ধার করেন ক্লাবের নিরাপত্তাকর্মীরা। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জীব জোশি ও এক মহিলার। বাকি দুই মহিলাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এটি খুন, নাকি দুর্ঘটনা? তাও খতিয়ে দেখবে পুলিস। প্রাথমিক অনুমান, সঞ্জীব বাবু যে ঘরে পার্টি করছিলেন সেখানে একটি ফায়ার মাউন্টেন ছিল। তা থেকে ওই ঘরে ধোঁয়ার সৃষ্টি হয়। এবং অক্সিজেনের মাত্রা কমতে থাকে। তার ফলেই ওই ব্যবসায়ীর মৃত্যু ঘটে থাকতে পারে।