কুলু, ২৪ আগস্ট: হিমাচলে ভয়াবহ বিপর্যয়! কুলুতে একসঙ্গে ভেঙে পড়ল সাত সাতটি বহুতল। এভাবে একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বহুতল। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠছেন মানুষ। প্রসঙ্গত চলতি বর্ষার মরশুমে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিপর্যয় শুরু হয়েছে। হিমাচল প্রদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পাহাড় প্রমাণ বলে মন্তব্য করেন সেখানকার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুুকু।
ভূতাত্ত্বিতকদের মতে, এখানকার পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে যে বসতিগুলি রয়েছে, সেখানকার ভূমির তলদেশে প্রচুর মাটি ধসে গেছে। নদীর স্রোতের সঙ্গে পলির মাধ্যমে ভূমির মাটি চলে যাওয়ায় ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বহুতলগুলির ভার আর ধরে রাখতে পারছে না।
previous post