November 3, 2025
রাজ্য

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠাল হাইকোর্ট

সংবাদ কলকাতা: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে দীর্ঘদিন ধরে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই বিষয় নিয়ে বিজেপি প্রথম বিধানসভার স্পিকারের কাছে যায়। কিন্তু স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট বিষয়টি না শুনেই মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দেয়।

সেই মোতাবেক শুভেন্দু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে যান। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আগে সিঙ্গল বেঞ্চ বিষয়টি শুনবে। তারপর ডিভিশন বেঞ্চ মামলাটি শুনতে পারে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মুকুল রায়। ঐ বছর ১১ জুন তিনি পুনরায় দল বদল করে তৃণমূলে ফিরে যান। তারপর থেকেই তার বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয় বিজেপি।

Related posts

Leave a Comment