২০২৫ সালের শুরুতেই বিগত বছরগুলির সাফল্যকে সামনে রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে নেট ও সেট পরীক্ষার কোচিং-এর নতুন সেশনের ক্লাস এবং ক্যারিয়ার কাউন্সেলিং শুরু হল। ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালে গোড়ার দিকে সেন্টার ফর নেট,সেট কোচিং এ্যন্ড কেরিয়ার কাউন্সেলিং গঠন করে।
এই সেন্টারের মাধ্যমে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কলা, শিক্ষা ও ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াদের নেট ও সেট পরীক্ষার জন্য কোচিং দেওয়া হচ্ছে। এর আগের দুটি সেশানে প্রায় এক হাজার জন পড়ুয়া কোচিং নিয়েছে। আর এবারের সেশানে ইতিমধ্যেই প্রায় দেড়শো জন পড়ুয়া কোচিং এর জন্য নাম নথিভূক্ত করেছে।
previous post
next post