আসানসোল : পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হচ্ছে মিজেলস ও রুবেলা ভ্যাকসিনের প্রচার। ৯ ই জানুয়ারী থেকে এই ক্যাম্পেন শুরু হবে। স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জেলার প্রতিটি স্কুলে স্কুলে গিয়ে ১১ ই ফেব্রুয়ারী এই টিকা দেবেন। এটি নিয়ে বিভিন্ন সরকারী স্কুলগুলিতে সচেতনতামূলক আলোচনা হয়েছে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রতিটি বেসরকারি স্কুলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করার পর তিনি আসানসোল পুরসভার সভাকক্ষেও বেসরকারি স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রত্যেক অপ্রাপ্তবয়স্কদের জন্যেই বরাদ্দ এই টিকা। স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। চলতি বছরের মধ্যেই মিজলস ও রুবেলা রোগকে দেশ থেকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা নিয়েছি। একথা বলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস। ইতিমধ্যে জেলায় এসে পৌছেছে প্রায় ৬ লক্ষ ডোজ।